শোবিজ
অনুদানের ছবিতে আজম খান: সাপলুডুর পর বিশ্বসুন্দরী, এবার ছায়াবৃক্ষ
২০১৫ সনে ছোট পর্দায় প্রথম ক্যামেরার সামনে দাড়িয়েছিলেন আজম খান। তারপর বড় পর্দায় কাজ করার আমন্ত্রণ পেয়েছেন ২০১৮ সনে।
গোলাম সোহরাব দোদুলের প্রথম ছবি সাপলুডু দিয়ে অভিষেক হয় তার চলচ্চিত্রে। পরের বছর কাজ করেন চয়নিকা চৌধুরীর বিশ্বসুন্দরীতে। মুক্তির মিছিলে রয়েছে এই ছবিটি।
আর এবছরে আমন্ত্রণ পেয়েছেন বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে একটা বিশেষ চরিত্রে। সরকারি অনুদানে নির্মিতব্য এই ছবিটার গল্প চা বাগানের মানুষদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে। আগামী মাসে কাজ শুরু হবে ছায়াবৃক্ষের।
আজম খান বল্লেন, সেদিন আমন্ত্রণ পেলাম বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে। সরকারি অনুদানে নির্মিতব্য এই ছবিটা নিয়ে কয়েকদিন ধরেই কথা হচ্ছিল পরিচালকের সাথে। আমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন তিনি। “গল্পটা পড়েছি। সবকিছু মিলিয়ে ভালো লাগলো চরিত্রটি।”