Lead Newsরাজনীতি

বিএনপি নেতা হাফিজসহ আরও দুজনের জামিন

হাইকোর্টের সামনে মঙ্গলবারের সহিংসতার ঘটনায় শাহবাগ থানার মামলায় বৃহস্পতিবার বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজন জামিন পেয়েছেন।

বাকি দুজন হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী হকার দলের মহাসচিব মকবুল হোসেন।

ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।

সেই সাথে আদালত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেনের করা আবেদন খারিজ করে দেয়, খবর ইউএনবি।

বিএনপির এ নেতাদের বৃহস্পতিবার সকালে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে দলের নেতা-কর্মীদের বিক্ষোভের সময় তাদের সাথে সংঘর্ষে দুজন পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষের সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ওই দিন রাতে শাহবাগ থানার উপপরিদর্শক মতিউর রহমান ২৮ জনের নাম উল্লেখ এবং আরও পাঁচ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − ten =

Back to top button