আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে পবিত্র ওমরাহ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে গত সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ধাপে ধাপে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ওমরাহ চালু করা হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানানো হয়েছে।
সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রথম ধাপে সৌদি আরবের ৬ হাজার নাগরিক এবং বাসিন্দা ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন করতে পারবেন এবং দ্বিতীয় ধাপে ১৫ হাজার যেটি শুরু হবে ১৮ অক্টোবর থেকে ।
আরও জানা যায়, আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও একদিনে ২০ হাজার মুসল্লিকে মক্কা এবং মদিনায় গিয়ে ওমরাহ পালন করতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশ সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা ঘর খুলে দেওয়া হচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায় এবছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাঁদের জন্য এটা আনন্দের খবর যে এবছরই তাঁরা ওমরাহ পালন করতে পারবেন।
এছাড়া বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্বের ন্যায় সকলকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলেও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধু সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে। প্রতিদিন সৌদির ছয় হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন। তাঁদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তাঁরা ওমরাহ পালন করতে পারবেন।
সৌদির বাইরের ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
আরও খবর পেতে দেখুনঃ ধর্ম ও জীবন – কর্পোরেট নিউজ
Positive Newspaper Bd, Positive Newspaper Bd, Positive Newspaper Bd,