থুতু দেয়ায় চার ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া
আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার বিরুদ্ধে অলিম্পিক মার্শেই ডিফেন্ডার গঞ্জালেজের মুখে থুথু মারার অভিযোগ উঠেছিল। অবশেষে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় ডি মারিয়াকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ।
রোববার (১৩ সেপ্টেম্বর) করোনাভাইরাস থেকে সদ্যই সেরে মাঠে নেমেছিলেন ডি মারিয়া । ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হয় পিএসজি। সেই ম্যাচে ১-০ গোলে হেরে বসে বর্তমান চ্যাম্পিয়নরা
ঐ ম্যাচটির প্রায় পুরোটা সময় জুড়ে দু’দলই বেশ আক্রমনাত্মক ছিল। ম্যাচের শেষ মুহূর্তে একটি ফাউলকে কেন্দ্র করে রীতিমত তুলকালাম কান্ড শুরু হয়।
রেফারী দু’দলের পাঁচ খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে বাধ্য হন। আর পুরো ম্যাচে লাল ও হলুদ মিলিয়ে ১৭টি কার্ড দেখাতে হয়েছে। পিএসজির নেইমার, লিনার্দো পারেদেস ও লেভিন কুরজাওয়া এবং মার্শেইর ডারিও বেনেডেত্তো ও জর্ডান আমাভি লাল কার্ড পেলেও ডি মারিয়া কোনমতে বেঁচে গিয়েছিলেন।
যদিও পরবর্তীতে মার্শেই কোচ আন্দ্রে ভিয়াস বোয়াস জানিয়েছেন আর্জেন্টাইন এই তারকা তার এক খেলোয়াড়কে থুথু দিয়েছিল । বিষয়টি নিয়ে পরবর্তীতে তদন্ত করা হয়। যদিও লিগের বিবৃতিতে ডি মারিয়াকে কেন শাস্তি দেয়া হয়েছে এ ব্যপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মঙ্গলবার থেকেই ডি মারিয়ার নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, তাই এ্যাঞ্জার্স, নিমস, ডিওন ও নঁতের বিপক্ষে খেলতে পারবেন না এই খেলোয়াড় ।