হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে মারা গেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ভাষ্যকার ডিন জোন্স। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আইপিএলের কমেন্ট্রি টিমের হয়ে ভারতে জৈব-সুরক্ষা বলয়ের ভেতরে ছিলেন ডিন জোন্স। ভারতীয় গণমাধ্যমে তিনি ছিলেন বেশ পরিচিত ব্যক্তিত্ব। এনডিটিভির অনুষ্ঠান প্রফেসর ডিনো বেশ জনপ্রিয় হয়। এছাড়া বিভিন্ন ক্রিকেট লিগে তার বিশ্লেষণ সব সময়ই গুরুত্ব পায়।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ভাষ্যকার ডিন জোন্স মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।ভারতীয় গণমাধ্যমে তিনি ছিলেন বেশ পরিচিত ব্যক্তিত্ব। এনডিটিভির অনুষ্ঠান প্রফেসর ডিনো বেশ জনপ্রিয় হয়। এছাড়া বিভিন্ন ক্রিকেট লিগে তার বিশ্লেষণ সব সময়ই গুরুত্ব পায়
আইপিএলের কমেন্ট্রি টিমের হয়ে ভারতে জৈব-সুরক্ষা বলয়ের ভেতরে ছিলেন ডিন জোন্স। ভারতীয় গণমাধ্যমে তিনি ছিলেন বেশ পরিচিত ব্যক্তিত্ব। এনডিটিভির অনুষ্ঠান প্রফেসর ডিনো বেশ জনপ্রিয় হয়। এছাড়া বিভিন্ন ক্রিকেট লিগে তার বিশ্লেষণ সব সময়ই গুরুত্ব পায়।
জোন্স জন্ম নেন মেলবোর্নে। মোট ৫২ টেস্ট ম্যাচ খেলে জোন্স করেন ৩ হাজার ৬ শ’ ৩১ রান। সর্বোচ্চ ২১৬ রানের ইনিংস খেলেছেন এই অজি সাবেক ক্রিকেটার। অ্যালেন বর্ডারের দলের অন্যতম সদস্য জোন্সের আছে ১১টি সেঞ্চুরি।
জোন্স জন্ম নেন মেলবোর্নে। মোট ৫২ টেস্ট ম্যাচ খেলে জোন্স করেন ৩ হাজার ৬ শ’ ৩১ রান। সর্বোচ্চ ২১৬ রানের ইনিংস খেলেছেন এই অজি সাবেক ক্রিকেটার। অ্যালেন বর্ডারের দলের অন্যতম সদস্য জোন্সের আছে ১১টি সেঞ্চুরি।
আরও খবর পেতে দেখুনঃ জাতীয় নিউজ – সর্বশেষ খেলার খবর
Dean Jones Death, Dean Jones Death, Dean Jones Death