আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে । বিশ্বে করোনার গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় ৩ লাখ ১৫ হাজার এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৮শর বেশি মানুষের ।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্যে দেখা গেছে, আজ শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে ।
তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৮৫৫ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৯ লাখ ৮১ হাজার ৭৫৪ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৬৯ লাখ ৭৬ হাজার ২১৫ জন আক্রান্ত এবং ২ লাখ ২ হাজার ৭৬২ জন মৃত্যুবরণ করেছেন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন করোনার কবলে পড়েছেন এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৯১ হাজার ১৪১ জন।
বাংলাদেশে করোনা পরিস্থিতি:
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার আরও ২৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ জনে।
চএছাড়া, নতুন করে ১ হাজার ৫৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় , দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি।