সাভারে কিশোরী হত্যাঃ প্রধান আসামির বাবা-মা গ্রেপ্তার
ঢাকার সাভারে দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ । এরা হলেন আব্দুর রহমান ও তার স্ত্রী নাজমুন্নাহার।
গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয় ।
এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত মঙ্গলবার রাতে সেলিম পালোয়ান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সেলিমকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিজানুরের বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেপ্তারের পর তাঁদেরকে সাভার থানায় হস্তান্তর করে র্যাব। পলাতক আসামি মিজানুর রহমানকেও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে হত্যা করা হয় বলে জানান নীলার পরিবার।
গত রোববার রাত আটটার দিকে ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে বখাটে মিজানুর ছুরিকাঘাত করে হত্যা করেন বলে অভিযোগ।
এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত সোমবার রাতে সাভার থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন।