ভাইরাল

শিক্ষিকার নাগিন ড্যান্স ভাইরাল, চাকরি থেকে বরখাস্ত (ভিডিও)

Bd Breaking News: Positive News

‘নাগিন ড্যান্স’ করে বরখাস্ত হলেন ভারতের এক শিক্ষক। শোকজ করা হয়েছে আরও দুই শিক্ষককে। ভারতের রাজস্থানের জয়পুরের জালোর জেলায় গত ১০ দিন আগে ওই নাচ দিয়েছিলেন তারা। পরে সেই নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্কের সৃষ্টি হয়।

তারা গিয়েছিলেন বিশেষ প্রক্ষিক্ষণ নিতে। টানা ট্রেনিং নিতে নিতে বোধহয় ক্লান্ত হয়ে গেছিলেন। তাই বিনোদনের ব্যবস্থা খুঁজে নিয়েছিলেন নিজেরাই। প্রশিক্ষণের মাঝে ব্রেক পেতেই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে রুমাল দিয়ে সাপের বীণ বাজাতে শুরু করেন শিক্ষকেরা। আর তালে তালে দুলছিলেন এক শিক্ষিকা। তার নাগিন নাচ দেখে উত্তেজিত বাকি শিক্ষকরাও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ট্রেনিংয়ের মাঝে বিরতিতেই নাচগান করছিলেন শিক্ষক-শিক্ষিকারা।

শিক্ষক-শিক্ষিকাদের নাগিন ডান্সের ছবি ও ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেন দু-জন পুরুষের সঙ্গে এক নারীর এমন নাচের ভঙ্গি কখনওই শোভনীয় নয়। এটা পুরোপুরি ‘অশ্লীল।’ শিক্ষকদের এমনভাবে দেখে ছাত্রছাত্রীরা কী শিখবে! প্রশিক্ষণ শিবিরে এমন চটুল নাচের শাস্তি হওয়া উচিত।

জালোর শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশওয়াল বলেছেন, এই নাচের মূল উদ্যোক্তা এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাকে সঙ্গ দেয়ার জন্য বাকি দু-জনের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এই দু-জন শিক্ষক-শিক্ষিকাকে সম্প্রতিই নিয়োগ করা হয়েছিল। তারা এখনও সরকারি স্কুলের নিয়মকানুন কিছু জানেন না। তাই একটা সুযোগ দেওয়া হবে। এই ধরনের আরো খবর জানতে ক্লিক করুন  Bd Breaking News Update 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =

Back to top button