চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাসিটা সফল্ভাবেই ধরে রাখতে সক্ষম হয়েছেন বাভারিয়ানরা । দুর্দান্ত খেলে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সুপার কাপ জয়ের আনন্দে মেতেছে তারা ।
বৃহস্পতিবার উয়েফা সুপার কাপ ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে রোমাঞ্চকর হয়ে ওঠে খেলা। তবে শুরুটা আশানুরূপ হয়নি বায়ার্নের জন্য। ম্যাচের ১৩ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের সফল স্পট-কিক থেকে এগিয়ে যায় সেভিয়া।
হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় অনুষ্ঠিত এই ম্যাচে বায়ার্ন সমতায় ফেরে ৩৪ মিনিটে। লিওন গোরেৎজকা এই গোলের পর নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত কোনো দলই আর জালের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ১৪ মিনিটে বায়ার্নের পক্ষে জয়সূচক গোলটি করেন জাভি মার্টিনেস। ডেভিড আলাবার জোরালো শট গোলরক্ষক ফেরালে ফিরতি হেডে বল জালে পাঠান তিনি। সুপার সাব মার্টিনেস গোল করার মাত্র তিন মিনিট আগে মাঠে নেমেছিলেন।
মহামারী করোনাভাইরাসের সংক্রমণের পর এই প্রথম একসঙ্গে ২০ হাজার দর্শক গ্যালারিতে বসে কোনো ফুটবল ম্যাচ উপভোগ করল। এমন দিনটা জয় দিয়েই রাঙালো বায়ার্ন মিউনিখ।