Lead Newsজাতীয়

‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ নীতিতে চলছে বাংলাদেশঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন “সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়”- এই নীতিতেই চলছে বাংলাদেশ।

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলা ঐতিহাসিক বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তি উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করবো, জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি বাংলাদেশের জন্য বিরাট সাফল্য যা বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। ১৫ আগস্টে আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, আমাকে রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠনের সময় পেয়েছি, ৮১ সালে দেশে ফিরে পুরো দেশ ঘুরেছি, প্রকৃত অর্থে কোন গনতন্ত্র ছিলো না তখন।

তিনি আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ১৯৭৪ এ বাংলায় ভাষণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মর্যাদা তুলে ধরেছিলেন বিশ্বসভায়। বঙ্গবন্ধুর ভাষণে ওঠে এসেছিলো বিশ্বের অধিকার বঞ্চিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সাহসী উচ্চারণ।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হওয়ার কারণেই সরকারের প্রতি মানুষের আস্থা আছে। প্রাকৃতিক এবং মানুষের তৈরি নানা দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে চলছে বাংলাদেশ। পরিবেশ রক্ষার জন্য সমগ্র বাংলাদেশে আমরা বৃক্ষ রোপণ করবো।

করোনাভাইরাসে সারা বিশ্বই ক্ষতির শিকার হচ্ছে। আমরা প্রণোদনা দিয়েছি যাতে অর্থনীতি সচল থাকে, সবাই সহায়তা পায়। করোনাভাইরাসের কারণে বিশ্বে দুর্ভিক্ষ লাগতে পারে, বাংলাদেশে যেন তার ছোঁয়া না লাগে আমি সে লক্ষ্যে কাজ করছি। আগের চেয়ে দেশের প্রবৃদ্ধি আরও বৃদ্ধি করার কথাও বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =

Back to top button