সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, দাবি পারিবারিক আইনজীবীর
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং । তিনি বলেন, এই মামলায় ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাওয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) চিকিৎসকরা তাকে বলেছেন, সুশান্ত সিং কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে সে আত্মহত্যা করেছে।
সিং শুক্রবার টুইটারে বলেন, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রতিবেদনে তিনি ‘হতাশ’ হয়েছেন এবং চিকিৎসকরা তাকে ‘অনেক আগে’ বলেছেন সুশান্ত সিংহের দেহের ছবিগুলো ইঙ্গিত দেয় যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গত ১৪ জুন মুম্বাইয়ের নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় এই বলিউডের জনপ্রিয় অভিনেতাকে । মুম্বাই পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা এবং তিনি হতাশায় ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত্যুর প্রায় একমাস পর বিহারের রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন রাজপুতের বাবা কে কে সিং। সেখানে রিয়া চক্রবর্তীসহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ।