শনিবার রাতে রিয়াল বেটিসের সাথে ৩-২ গোলে জয়ের মধ্য দিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় কোচ হিসেবে লা লিগায় শততম জয়ের দেখা পেলেন জিনেদিন জিদান। ২০১৬ সালে এসেছিল যার প্রথম জয়টি।
বেটিসের মাঠে ম্যাচের ১৪ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৫ মিনিটে এইসা মান্দি ও ৩৭ মিনিটে উইলিয়াম কার্ভালহো গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৮ মিনিটে বেটিসের এমারসন নিজেদের জালেই গোল জড়িয়ে দিলে সমতা ফেরে। ৬৭ মিনিটে এমারসন লাল কার্ডে মাঠ ছাড়লে একজন কম হয়ে যায় বেটিসের।
পরে ৮২ মিনিটে পেনাল্টিতে রিয়ালের জয়সূচক গোলটি আনেন অধিনায়ক সার্জিও রামোস। দেখা মেলে জিদানের শততম জয়ের।
ফ্রেঞ্চম্যান জিদান শতক ছোঁয়ার পথে দুইবার লা লিগা জিতেছেন। প্রথমবার ২০১৬/১৭ মৌসুমে, দ্বিতীয়বার গত মৌসুমে। ২০১৬ সালের ৯ জানুয়ারি দেপোর্তিভোতে ৫-০ গোলে উড়িয়ে এসেছিল জিদানের দলের প্রথম লা লিগা জয়টি।