আন্তর্জাতিক

চুরি গেল পোপ দ্বিতীয় জন পলের রক্ত

খ্রিস্ট ধর্মীয় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রয়াত প্রধান ধর্মগুরু পোপ দ্বিতীয় জন পলের রক্ত চুরি হয়ে গেছে। তার কয়েক ফোঁটা রক্ত ২০০৫ সালে মৃত্যুর পর স্মারক হিসেবে সংগ্রহ করে রাখা হয়েছিল ইতালির স্পোলেটো শহরের একটি গির্জায়। রক্ত জমা রাখা সেই শিশি চুরি হয়েছে বলে জানিয়েছে দ্য ভ্যাটিকান।

ভ্যাটিকানের সংবাদমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে চুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে।

স্পোলেটা গির্জার আর্চবিশপ রেনাতো বোকার্দো বলেছেন, ‘আমি আশা করতে চাই, এটা নিছকই একটি চুরির ঘটনা এবং এর সঙ্গে বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করার কোনো সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘এই চুরি এটা বিক্রি করে অর্থ উপার্জনের উদ্দেশে করা হয়নি, এটিও আমি বিশ্বাস করতে চাই।’

২০১৬ সালে এই পোপের রক্তসহ এই শিশি পোল্যান্ডের ক্রাকো গির্জার তৎকালীন আর্চবিশপ কার্ডিন্যাল স্তানিস্লাভ জিভিৎস স্পোলেটা গির্জাকে উপহার হিসেবে দেন। ২০০৫ সালে মৃত্যুবরণ করা পোলিশ পোপ দ্বিতীয় জন পলের দীর্ঘদিনের সহচর ছিলেন কার্ডিন্যাল স্তানিস্লাভ।

সূত্র : ডয়েচে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =

Back to top button