সীমান্তে শুরু হল দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ! (ভিডিও-সহ)
আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) সীমান্তবর্তী আলগাওবাদী নাগোরনো-করবাখ এলাকা নিয়ে ব্যাপক যুদ্ধ। এই লড়াইয়ের এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে আর ১০০ এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও, এখনো স্পষ্ট হয়নি যে মৃতদের মধ্যে কয়জন সৈন্য আর কয়জন সাধারণ নাগরিক আছে।
এর আগে আর্মেনিয়ার মানবাধিকার সংস্থা দাবি করে, এই হামলায় একজন আর্মেনিয়ান মহিলা আর এক বাচ্চার মৃত্যু হয়েছে। অপরদিকে আজারবাইজানের রাষ্ট্রপতি জানিয়েছেন যে, এই হামলায় ওনার দেশের সেনার ক্ষতি হয়েছে।
হামলায় আর্মেনিয়া আজারবাইজানের দুটি হেলিকপ্টার ধ্বংস করা আর তিনটি ট্যাঙ্ককে ধ্বংস করার দাবি করেছে। আর্মেনিয়া আজারবাইজানের ট্যাঙ্কের উপর বিমান থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করেছে। কিন্তু আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রালয় এই কথা স্বীকার করেনি।
আজারবাইজানের সীমান্তে রবিবার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয়। ১৯৯৪ সালে আলগাওবাদী যুদ্ধ সমাপ্ত হওয়ার পর থেকেই এই এলাকা আর্মেনিয়া সমর্থিত মানুষদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। যদিও, এখনো পর্যন্ত জানা যায়নি যে এই সংঘর্ষ কি নিয়ে শুরু হয়েছে। জুলাইয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এটাই সবথেকে বড় লড়াই।
[embedyt] https://www.youtube.com/watch?v=quu-JjM6aBU[/embedyt]