বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আলোচনায় কোয়ারেন্টিন ইস্যু সমাধান না হওয়ায় হচ্ছে না টাইগারদের শ্রীলঙ্কা সফর। বিসিবিতে নীতি নির্ধারকদের নিয়ে জরুরি সভা নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে, বিসিবির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ওরা আমাদের গতকালই জানিয়েছে আমাদের একটা শর্ত বাদে সবই তারা মেনে নিতে পারবে। তবে ওই একটা শর্তই ছিল প্রধান। তা হলো ১৪ দিনের কোয়ারেন্টাইন। তবে তা মেনে নেয়া সম্ভব না। এটা আমরা আজ জানিয়ে দিয়েছি।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার দেয়া কঠিন শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া সম্ভব নয় জানিয়েছিলেন বোর্ড সভাপতি। এরপর শর্ত শিথিলে লঙ্কান স্বাস্থ্য অধিদপ্তর আর কোভিড নাইনটিন টাস্কফোর্সের সঙ্গে দফায় দফায় বৈঠক করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু সফরের কড়া নিয়মকানুন পরিবর্তন করেনি দেশটার সরকার। ১৪ দিনের কোয়ারেন্টিনে অনড় তারা।
এদিকে, লঙ্কা সফর পিছিয়ে গেলেও ঘরোয়া লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন বোর্ড প্রধান। করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস তার।