পাকিস্তান-ভারত যুদ্ধ হতে পারে, আশঙ্কা পাক সেনা কর্মকর্তার
ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত নিয়ে বিরোধ যুদ্ধে রুপান্তরিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের ISPR – এর মহানির্দেশক মেজর জেনারেল বাবর ইফতেখার (Babar Iftikhar)। রবিবার এক সেমিনারে কথা প্রসঙ্গে তিনি ভারত সীমান্ত রেখা উলঙ্ঘন করছে এবং ভারতের দিক থেকে এই কাজ নিয়মিত করা হচ্ছে বলে অভিযোগ করেন।
সেই সঙ্গে তিনি আরও বলেন, ভারতের দিক থেকে সীমান্ত রেখা উলঙ্ঘন করায় অন্তরাষ্ট্রীয় সমঝোতার বিষয় প্রকাশ্যে আনা জরুরী হয়ে পড়েছে।
তিনি বলেন, ২০১৪ সালের পর থেকে পাক-ভারত সীমান্ত অঞ্চলে সীমা ক্ষেত্র উলঙ্ঘনের ঘটনা বেড়ে গেছে। ভারত বেশি পরিমাণে শক্তিশালী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। যার মধ্যে বর্তমান দিনের অত্যাধুনিক অনেক গোলা বারুদ এবং আরও নানান আগ্নেয়াস্ত্র শামিল রয়েছে।
নয়া দিল্লীকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত পাকিস্তানের মধ্যে আবারও এক যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই যুদ্ধের জন্য পাক সেনারা সর্বভাবে প্রস্তুত। ভারতকে তার যোগ্য জবাব দিয়ে পাল্টা আঘাত হানতে পাকিস্তান সম্পূর্ণ রূপে তৈরি। তারা কোন রকম ছাড় দিবে না। ভবিষ্যতের জন্য নিজেদের সম্পূর্ণ রূপে তৈরি করেছে পাক সেনারা।