Lead Newsআন্তর্জাতিক

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামী খালাস

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বাবরি মসজিদ ধ্বংসের ১৯৯২ সালের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না বলে রায় দিয়েছে লখনৌ এর বিশেষ সিবিআই আদালত। একই সাথে, এই মামলার ৩২ আসামীর সবাইকে খালাস দিয়েছে বিচারপতি বিরেন্দ্র যাবদ এর আদালত। ঘটনার ২৭ বছর পর এই রায় দিল ভারতের আদালত।

রায় ঘোষণার সময় ঐ মামলার ২৬ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও, ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী, মুরলী উমা ভারতী সহ অন্যান্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সিবিআই এর বিশেষ আদালতে রায় পড়ে শোনান বিচারপতি বিরেন্দ্র যাবদ।

গত ১৫ সেপ্টেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি৷ বিশেষ সিবিআই আদালতকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় রায় দিতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার অভিযোগে মোট ৪৯টি এফআইআর হয়েছিল। প্রথমে ফৈজাবাদে একটি এফআইআর দায়ের করেন এসও প্রিয়বন্দ নাথ শুক্লা এবং অন্য আরও একটি অভিযোগ দায়ের করেন গঙ্গা প্রসাদ তিওয়ারি। বাকি ৪৭টি এফআইআরও পরে বিভিন্ন সময়ে দায়ের করা হয়।

১৯৯৩ সালের ৫ অক্টোবর সিবিআই তদন্ত শেষে মামলার মোট ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ১৭ জন বিচার চলাকালীনই মারা গিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =

Back to top button