Lead Newsঅপরাধ ও দূর্ঘটনা
হাসপাতাল ছাড়ছেন ইউএনও ওয়াহিদা
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম।
তবে এখন অনেকটাই সুস্থবোধ করায় আজ ওয়াহিদা খানমকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন ।
ডা. জাহিদ হোসেন বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার আরও কিছু থেরাপির দরকার আছে।
সেজন্য আমরা চাই, তিনি সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) আরও কিছুদিন চিকিৎসা নিন। আগামীকাল আমরা তাকে পরবর্তী সময়ে সিআরপিতে থেরাপির জন্য পরামর্শ দেব।