আন্তর্জাতিক
গ্রেফতার হলেন রাহুল গান্ধী
ভারতের উত্তর প্রদেশের হাথরসে এক দলিত নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে তার বাড়িতে যাওয়ার পথে ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে।
হাথরসের নির্যাতিতার বাড়ি যেতে না দিয়ে রাহুলকে মাঝপথ থেকেই গ্রেফতার করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুলকে বলেন, “আপনি ১৪৪ ধারা ভাঙছেন।”
উত্তরে রাহুল বলেন, “আপনারা ১৪৪ ধারার অপব্যবহার করছেন।”
পুলিশের বাধার মুখে কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় বসে পড়েন। এই পর্যায়ে পুলিশ লাঠি পেটা শুরু করে ও এক পর্যায়ে রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে।