Lead Newsআন্তর্জাতিক

খুব ভালো নেই ট্রাম্প

এমনিতেই সবসময় নানা জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সেইসাথে এখন যুক্ত হয়েছে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ।

তার শারীরিক অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা। বিভিন্ন গণমাধ্যম সূত্র ও ট্রাম্পের চিকিৎসকদের দেওয়া বক্তব্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে এবার নিজের অবস্থার কথা নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা সেই ভিডিওতে নিজের অবস্থার কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমি খুব ভালো নেই। যদিও আমি আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছি।

এসময় ট্রাম্পের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরবর্তী কিছুদিন হবে তার জন্য প্রকৃত পরীক্ষা।

তিনি বলেন, আমার চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছে আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে হোয়াইট হাউজ চিকিৎসকরা সন্তুষ্টি প্রকাশ করলেও সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের জন্য বিপদজনক।

স্থানীয় সময় শনিবার ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, ট্রাম্পের অবস্থা এখনও বিপদমুক্ত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =

Back to top button