বেফাকের সভাপতি মাহমুদুল হাসান, মহাসচিব মাহফুজুল হক
বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা মাহফুজুল হক।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হন।
সভাপতি পদে মাহমুদুল হাসান পেয়েছেন ৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। মহাসচিব পদে মাহফুজুল হক পেয়েছেন ৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুসলেহুদ্দীন পেয়েছেন ৪০ ভোট।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস। সঙ্গে ছিলেন ঢালকানগর মাদ্রাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদ্রাসায়ে নূরে মদিনার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী।
কওমি মাদ্রাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতিই হবেন আল-হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান। আর বেফাকের সিনিয়র সহসভাপতি হবেন কো-চেয়ারম্যান।
মাহমুদুল হাসান বেফাকের সভাপতি হওয়ায় তিনি সরকার গঠিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ারও চেয়ারম্যান হবেন। আবার গঠনতন্ত্র অনুযায়ী যিনি বেফাকের জ্যেষ্ঠ সহসভাপতি হবেন, তিনি হাইআতুল উলয়ারও কো-চেয়ারম্যান হবেন। ফলে নূর হোসাইন কাসেমী হাইআতুল উলয়ারও কো-চেয়ারম্যান হবেন।
১৯৭৮ সালে বেফাক প্রতিষ্ঠিত হয়। এর সর্বশেষ সভাপতি ছিলেন শাহ আহমদ শফী। হেফাজতে ইসলামের মতো বেফাকও কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেফাকের অধীন ছয়টি স্তরের সারা দেশের ১৩ হাজার মাদ্রাসা আছে। এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখ। কওমি শিক্ষার সনদের সরকারি স্বীকৃতি থাকায় এর গুরুত্ব আরও বেড়েছে। এই সুবাদে সরকারের সঙ্গে কওমি আলেমদের যোগাযোগও বেড়েছে। তাই বেফাকের নেতৃত্ব নিয়ে বেশ কিছু ধরে নানামুখী তৎপরতা চলছিল। এ নিয়ে সরকারঘনিষ্ঠ ও সরকারবিরোধী মনোভাবাপন্ন দুটি পক্ষের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শাহ আহমদ শফীর মৃত্যুতে বেফাক ও কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা নেওয়ার জন্য সরকার গঠিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ার সভাপতি পদটি শূন্য হয়।
আরও খবর পেতে চোখ রাখুনঃ কর্পোরেট নিউজ – প্রবাস নিউজ
Befaqul Madarisil Arabia, Befaqul Madarisil Arabia