Lead News

সারা দেশে নৌ ধর্মঘট চলছে

Bangladeshi Daily News: Positive News BD

১১ দফা দাবিতে সারা দেশে নৌ ধর্মঘট চলছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে নৌ ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।

বরিশাল, সিরাজগঞ্জসহ নানা নৌযান ঘাটে রাত থেকে লাগাতার কর্মবিরতি চলছে।

প্রথমে বৃহস্পতিবার রাতে কর্মবিরতির ডাক দেয়া হলেও চরমোনাই পীরের মাহফিলের কারণে তা স্থগিত করা হয়।

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের নেতা আবুল হাসেম জানান, চরমোনাই মাহফিলে অনেক লঞ্চ ভাড়া হয়েছে, তাছাড়া লঞ্চের অনেক শ্রমিক সেখানকার মুরিদ।

এ কারণে কর্মবিরতির সময় পরিবর্তন করা হয়। আমাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

এদিকে শুক্রবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে অবস্থানরত নৌযান শ্রমিকরা বন্দর চত্বরে বিক্ষোভ মিছিল ও সংগঠনের কার্যালয়ে শ্রমিক সমাবেশ করে।

সমাবেশে বক্তারা জানান, তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের বেতন বৃদ্ধি, খোরাকি ভাতা প্রদান, বাল্কহেডসহ সব সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা  ক্ষতিপূরণ, নৌযান শ্রমিকদের পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ,সঠিক নাব্য রক্ষা, প্রয়োজন অনুযায়ী মার্কা, বয়া ও বাতি স্থাপন।

চাঁদপুর: গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে চাঁদপুর থেকে ঢাকা,বরিশাল ও শরীয়তপুরসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে তাদের ১১ দফা দাবি না মানা হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে।এই বছরের এপ্রিল ও জুলাই মাসেও কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।

বরিশাল: বরিশালের সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।আজ সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ কোনো পথে লঞ্চ চলাচল করেনি। বরিশাল লঞ্চ টার্মিনালে অভ্যন্তরীণ ১১টি পথে অন্তত ৫০টি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে।একই ভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়।লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন বিপাকে। গন্তব্যে যেতে না পেরে তাঁরা হতাশা প্রকাশ করেন। তবে যেসব লঞ্চ শুক্রবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়, সেসব লঞ্চ যথাসময়ে আজ ভোরে বরিশালে এসে পৌঁছেছে।

Bangladeshi Daily News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

Back to top button