দেশে এযাবৎকালে একের পর এক ঘটতে থাকা ধর্ষণের দায় এড়াতে পারে না দেশের সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ধর্ষণসহ অপরাধ সংঘটনের দায় এড়াতে পারে না সরকার। তাই বলে প্রশ্রয় দিচ্ছে, তাও না। প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হচ্ছে, বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সোমবার (৫ অক্টোবর), সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার তৎপর তবু অপরাধ ঘটেই চলেছে। দলমত নির্বিশেষে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়তে হবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। অপরাধী ও মদদদাতা, সবাইকে আইনের আওতার আনতে হবে, তারা যারাই হোক। সেটা আওয়ামী লীগের হলেও আইনের আওতায় আনা হবে।
অপরাধ দমন ও প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।