আন্তর্জাতিককরোনাভাইরাস

বিশ্বের প্রতি ১০ জনে একজন করোনায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ এমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ার্ন বলেছেন, ‘নিরপেক্ষভাবে হিসাব’ করে দেখা যাচ্ছে বিশ্বের প্রতি দশজনের একজন হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যেটা প্রকাশিত হওয়া করোনা সংক্রমিতের সংখ্যার চেয়ে ২০ গুনেরও বেশি৷

সোমবার (০৫ অক্টোবর) কোভিড-১৯ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষ অধিবেশনে এ মন্তব্য করেন মাইকেল রায়ার্ন । এ সময় সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েইস উপস্থিত ছিলেন৷

বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলছেন বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঠিক সংখ্যা যেসব নিশ্চিত আক্রান্তের সংখ্যা সামনে আসছে তার থেকে অনেক বেশি।

সংক্রমণ শুরু হওয়ার ১০ মাস পেরোলেও এখনও এই মহামারী শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং অনেক দেশেই করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৩ কোটি ৫৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১০ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ। আর ‍সুস্থ হয়ে ঘরে ফিরেছে ২ কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ।

একদিনেই বিশ্বে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৪,২৫০ জন। একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ৬০ হাজার আর মৃত্যু হয়েছে ৯০০ জনের।

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৪১ হাজার আর ব্রাজিলে ২৫ হাজার। দুই দেশেই প্রাণ হারিয়েছে প্রায় ৪০০ মানুষ। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়েছে, ভারতে সেটা ৬৬ লাখের বেশি আর ব্রাজিলে ৪৯ লাখের বেশি। 

যুক্তরাষ্টে মোট প্রাণ হারিয়েছে ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ, ব্রাজিলে সংখ্যাটা ১ লাখ ৪৬ হাজারের বেশি আর ভারতে ১ লাখ ৩ হাজারের বেশি মৃতের সংখ্যা।

মাইকেল রায়ার্নের হিসেব অনুায়ী পৃথিবীর বর্তমান জনসংখ্যা বিবেচনায় প্রায় ৭৬ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে । তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান হিসেবে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন।

আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ করোনা আপডেট আন্তর্জাতিক নিউজ

Who Corona Update, Who Corona Update

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =

Back to top button