Lead Newsকরোনাভাইরাস
২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার কমেছে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪০৫ জনে।
এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৯৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন করোনা রোগী।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাজমা সুলতানা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ১৪ শতাংশ। গতকাল সোমবার যা ছিলো ১২ দশমিক ২৫ শতাংশ।
একই সময়ে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৫১ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ।