Lead Newsআন্তর্জাতিক

জেরুজালেম আমাদের মুসলিমদের শহর, এ শহরকে মুক্ত করবোই : এরদোগান

দখলদার ইহুদিদেরকে অটোমান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমরা মুসলিমরা জেরুজালেম শহরকে গড়ে তুলেছি। জেরুজালেম আমাদের শহর, ফিলিস্তিনি জনগণের শহর। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই শহরকে দখলদার মুক্ত করা হবে।

দেশটির পার্লামেন্টে দেয়া দীর্ঘ এ বক্তৃতায় তিনি আরও বলেন, ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা ওই অঞ্চল শাসন করেছি। আমরা জেরুজালেমে নগরী প্রতিষ্ঠা করেছি। অতএব, এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর। খবর জেরুজালেম পোস্টের।

এরদোগান আরও বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদিদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা।

দেশটির পার্লামেন্টে দেয়া দীর্ঘ এ বক্তৃতায় তিনি আরও বলেন, ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা ওই অঞ্চল শাসন করেছি। জেরুজালেমে আমরা নগরী প্রতিষ্ঠা করেছি। এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর। খবর জেরুজালেম পোস্টের।

পার্লামেন্টের ওই অধিবেশনে গত বৃহস্পতিবার এরদোগান আরও বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদিদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা।

অটোমান সম্রাট সুলতান সোলেইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুজালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল। সেখানে দামি পাথরের প্রাচীর, হাটবাজার ও বহু স্থাপনা নির্মাণ করা হয়।

উল্লেখ্য, অটোমান সম্রাট সুলতান সোলেইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুজালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল। সেখানে দামি পাথরের প্রাচীর, হাটবাজার ও বহু স্থাপনা নির্মাণ করা হয়।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক নিউজইতিহাসের ডায়েরী

Erdogan Trump, Erdogan Trump

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =

Back to top button