সম্মান ও স্বীকৃতি

পদার্থে নোবেল পেলেন ব্ল্যাক হোল সন্ধানী তিন বিজ্ঞানী

ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন এক নারীসহ তিন বিজ্ঞানী।

গতকাল মঙ্গলবার সুইডিশ অ্যাকাডেমি এ বছর পদার্থ বিজ্ঞানে পুরস্কার জয়ী হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোজ, জার্মান জ্যোতির্বিদ রেইনহার্ড গেনজেল এবং যুক্তরাষ্ট্রের পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজের নাম ঘোষণা করে। এদের মধ্যে ব্ল্যাকহোল হান্টার বা কৃষ্ণগহ্বর শিকারি হিসেবে খ্যাত আন্দ্রিয়া ঘেজ নোবেলের ইতিহাসে চতুর্থ নারী হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল জিতলেন।

ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হল মহাকাশের এমন এলাকা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রচণ্ড যে সেখান থেকে কোনো কণা, এমনকি আলোর মত বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গও বেরিয়ে আসতে পারে না।

বিরাট আকৃতির কোনো নক্ষত্র যখন তার আয়ুষ্কাল শেষে চুপসে যায়, এর মাধ্যাকর্ষণ শক্তি প্রচণ্ড মাত্রা পায়, বিপুল পরিমাণ ভর সন্নিবেশিত হয় তুলনামূলকভাবে ক্ষুদ্র আয়তনের ভেতরে, তখনই তা পরিণত হয় কৃষ্ণগহ্বরে।

গত বছরও পদার্থ বিজ্ঞানের নোবেল এসেছিল মহাজাগতিক গবেষণায়। মহাবিশ্বের গঠন ও ক্রমবিকাশের পাঠে নতুন আলোর সঞ্চার করার পাশাপাশি সৌরজগতের বাইরে সূর্যের মতো নক্ষত্র ঘিরে আবর্তনরত প্রথম গ্রহ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে গত বছর যুক্তরাষ্ট্রের জেমস পিবলস, সুইজারল্যান্ডের মিশেল মায়োর ও যুক্তরাজ্যের দিদিয়ের কেলো পদার্থবিদ্যায় নোবেল পান।

বরাবরের মতোই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের হার্ভি জে অল্টার ও চার্লস রাইস এবং যুক্তরাজ্যের মাইকেল হটন এবার চিকিৎসায় নোবেল পেয়েছেন।
আজ বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর আগামীকাল বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও খবর পেতে দেখুনঃ সম্মান ও স্বীকৃতিআন্তর্জাতিক নিউজ

Nobel Prize in Physics, Nobel Prize in Physics, Nobel Prize in Physics

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =

Back to top button