Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

মানুষ সাহস ফিরে পেয়েছে কারন তারা জানে অসুস্থ হলে হাসপাতাল প্রস্তুত আছেঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মানুষ সাহস ফিরে পেয়েছে কারন তারা জানে তারা অসুস্থ হলে হাসপাতাল প্রস্তুত আছে।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের ‘স্বাস্থ্য খাত পুরোপুরি প্রস্তুত আছে’ বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার এক সেমিনারে জাহিদ মালেক বলেন, “নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিভাগ ভালো কাজ করেছে বলেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেছে। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতিও সচল আছে। বিশ্বের অনেক দেশ, এমনকি আমেরিকার জিডিপিও মাইনাসে। আমাদের ৬ এর বেশি, জিডিপি কমলেও প্লাসে আছে।

“এই অবস্থানে থাকার পেছনে স্বাস্থ্য বিভাগের বিরাট ভূমিকা আছে। মানুষ সাহস ফিরে পেয়েছে, কারণ তারা জানে অসুস্থ্ হলে হাসপাতাল প্রস্তুত আছে, সেখানে যেতে পারবেন। চিকিৎসা আছে, হাসপাতালের বাইরে কেউ মরে পড়ে থাকেনি। আমদানি-রপ্তানি শুরু হয়ে গেছে, দোকানপাট খুলে গেছে। খাদ্যে বাম্পার ফলন হয়েছে, তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ বাড়ছে।”

‘নভেল করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও প্রস্তুতি’ শীর্ষক ওই সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আসছে শীতে বিয়ে, পিকনিকসহ কিছু সামাজিক আচার অনুষ্ঠান বাড়বে। এ কারণে রোগীর সমাগম বেশি হওয়ায় সংক্রমণও বাড়তে পারে।

“ফার্স্ট ওয়েভ কবে শেষ হবে তা এখনও আমরা জানি না। বাঙালি জাতি পদ্মা-মেঘনার ঢেউ আছে তা মোকাবেলা করে, সাগরের ঢেউ আছে তা মোকাবেলা করে। করোনা মোকাবেলা করে যাচ্ছে, সেকেন্ড ওয়েভও আমরা ভালোভাবে মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ।”

স্বাস্থ্য খাত নিয়ে আত্মবিশ্বাসী জাহিদ মালেক বলেন, “চিকিৎসকসহ পুরো স্বাস্থ্য সেবা খাত প্রস্তুত আছে। আমরা এ বিষয়ে সচেতনতা শুরু করেছি। ডিজি অফিস সারা দেশে এ বিষয়ে চিঠি দিয়েছে। কমিটিগুলো কাজ করছে। আমাদের মন্ত্রণালয়ও কাজ করছে।”

বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য আনোয়ার খান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. এনায়েত হোসেন বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Back to top button