দেশবাংলা

নারায়ণগঞ্জে ‘৬০ হাজার টাকায়’ ধর্ষণের মীমাংসা করলেন নারী কাউন্সিলর

নারায়ণগঞ্জের বন্দরে এক বিধবাকে ধর্ষণের ঘটনা শালিসের মধ্য দিয়ে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে নারী কাউন্সিলর শিউলি নওশাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, শালিসে অভিযুক্ত খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হলেও তাকে সেই অর্থ পরিশোধ করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে।

শালিস মানতে ভুক্তভোগী নারীর কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে সাক্ষর নিয়েছে শালিসকারীরা।

ওই বিধবার অভিযোগ, খোকা মিয়া তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। তিনি বিয়ের চাপ দিলে সোমবার রাতে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন খোকার স্ত্রী।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার ৩ সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া।

বিষয়টি স্থানীয় নারী কাউন্সিলরকে জানালে তিনি গত সোমবার রাতে দড়ি সোনাকান্দা এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনে বসে সালিশের নামে ওই জরিমানা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

ওই বিধবা নারী সাংবাদিকদের বলেন, এই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওয়ালার ছেলে খোকা আমাকে বিরক্ত করত। এক পর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিয়ে নিয়ে টালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধ থাকে। রোববার রাতে জোরপূর্বক ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়।

সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বিচার সালিশে ৬০ হাজার টাকা জরিমানা করে। এক মাসের মধ্যে জরিমানার টাকা দেয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন মাতুব্বররা।

আরও খবর পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরীসরকার নিউজ

Rape News, Rape News, Rape News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

Back to top button