Lead Newsখেলাধুলা

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানে ক্রিকেটাররা

নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন । ঝাঁঝালো শ্লোগাণে রাজপথ উত্তাল । নারী পুরুষের একদাবী নারী নির্যাতনকারীদের বয়কট করুন শাস্তি দিন, ঘর থেকে বেড়িয়ে এসে উত্তাল প্রতিবাদী মিছিলে নগর কাপিয়েছে শান্তি কামী নানা শ্রেনী পেশার মানুষ।

এই আন্দোলনে পিছিয়ে নেই খেলোয়াড়রাও । সাকিব আল হাসানের পর এবার মাশরাফি, তামিম, মুশফিক,তাসকিন, সাব্বিররা নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ।

নিজ নিজ অবস্থান থেকে জানিয়েছেন প্রতিবাদ ।

ভার্চুয়াল জগতেও সোচ্চার কোটি মানুষের সাথে মাঠের যোদ্ধারা। ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে চোখ আটকে যায়। ধর্ষন বিরোধী স্ট্যাটাসে ধর্ষকের বিরুদ্ধে ঘৃনার শ্লোগান বাইশ গজের যোদ্ধাদের।

হার্ড হিটার সাব্বির রহমান তার টাইম লাইনে লিখেছেন, আমাদের সমাজে ধর্ষকদের জায়গা নেই, নারীকে সম্মান করুন ।

লড়াকু ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার অভিমত, আসুন নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই, মানসিকতার পরিবর্তন করি। ধর্ষক কোন পরিচয় বহন করেনা।

কালো টাইম লাইনে পেসার রুবেল হোসেনের শ্লোগান। উই ওয়ান্ট রেপ ফ্রি বাংলাদেশ।

সে নো টু রেইপ, একটা বাক্যেই ভেতরে পুষে রাখা প্রতিবাদের আগুন উগলে দিয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ।

জেগে ওঠো বাংলাদেশ, ধর্ষন কে না বলো, না মানে না, টাইগার লিটল মাস্টার মুশফিকুর রহিমের শ্লোগান।

আওয়াজ তোলো, ধর্ষনকে না বলো, নিরব প্রতিবাদের বিক্ষুব্ধ শ্লোগান বাইশ গজের সাইলেন্ট কিলার, মাহমুদ উল্লাহ রিয়াদের।

নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের সব শ্রেণী, পেশার মানুষের সাথে একাত্মতা ক্রিকেটারদেরও।

আরও খবর পেতে দেখুনঃ দেশবাংলাভাইরাল নিউজ

Protest Against Rape, Protest Against Rape

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =

Back to top button