বৈশ্বিক মহামারী করোনার কারনে দেশে আটকা পড়া বহু সৌদি প্রবাসী তাদের ভিসা এবং ইকামার মেয়াদ বৃদ্ধি নিয়ে নানা সমস্যায় পড়েছেন।
ইতিমধ্যে, আটকা পড়া এসব প্রবাসিদের ভিসা ও ইকামার মেয়াদ দুই দফা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হয়। তবে এই সময়ের মধ্যেও অনেকেই সৌদি আরবে ফিরতে না পারায় তাদের ভিসা ও ইকামার মেয়াদ আবার শেষ হয়ে যায়।
যেসব সৌদি প্রবাসী কর্মীর ভিসা এবং ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কফিলের সঙ্গে যোগাযোগ না করেও সৌদি দূতাবাস অনুমোদিত কনসালটেন্সি অফিসগুলোর মাধ্যমে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি দূতাবাস এমন নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন কনসালটেন্সি অফিসগুলোর মালিকরা।
অনেক কর্মী তাদের কফিলের সঙ্গে যোগাযোগ করে মেয়াদ বাড়িয়ে নিতে পারলেও অনেকেই তা পারেননি। এসব কর্মীর জন্য সৌদি দূতাবাস তাদের অনুমোদিত কনসালটেন্সি অফিসগুলোর মাধ্যমে এই মেয়াদ বাড়ানোর সুযোগ করে দিল।