Lead Newsদেশবাংলা

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা পিবিআইতে হস্তান্তর

নোয়াখালীর বেগমগঞ্জে কলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, মামলা দুটি বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিলেন।

এ বিষয়ে পিবিআইয়ের অফিসাররা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। যেহেতু বেশ কয়েকজন আসামি রিমান্ডে রয়েছেন তাই আরও কিছু কাগজপত্র তারা বুঝে নিচ্ছেন বলেও জানান মিজানুর রহমান।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা শুরু থেকে এ মামলার বিষয়ে নোয়াখালীর পুলিশকে নানাভাবে সহযোগিতা করে আসছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়িতে আসেন। বিষয়টি দেখতে পান স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ করার অভিযোগ আনেন এবং বিবস্ত্র করে অমানবিক নির্যাতন করেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =

Back to top button