জাতীয়
পুনরায় ভিসা সেবা চালুর ঘোষণা ভারতের
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ১২ মার্চ থেকে ভিসা সেবা বন্ধ রেখেছিল ভারতীয় দূতাবাস।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) মেডিক্যাল সহ নয়টি ক্ষেত্রে অনলাইন ভিসা সেবা চালুর ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ‘ঢাকার ভারতীয় হাই কমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে।’
বর্তমানে অনুমোদিত ভিসাগুলো হচ্ছে– মেডিক্যাল, ব্যবসা, কর্মসংস্থান, এন্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক।
শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় চালু করা হবে বলে ওই পোস্টে জানানো হয়।