রাজনীতি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জাতীয় পার্টির

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশ, জাতী ও মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক পরিক্ষার বিষয়ে সিদ্ধান্ত সরকার আবারো বিবেচনা করতে পারে। তিনি বলেন, যেখানে সব কিছুই খুলে দেয়া হয়েছে সেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরিক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া যেতে পারে। বলেন, জেএসসি ও এসএসসি পরিক্ষার ফলাফল বিবেচনায় সবার জন্য এইচএসসি পরিক্ষার ফলাফল নির্ধাণ করা হতে পারে, কিন্তু যারা পরিক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য এইচএসসি পরিক্ষার ব্যবস্থা করতে পারে সরকার।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদন্ডের বিধান নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। দ্রæততার সাথে বিচারের রায় কার্যকর করলেই দেশ থেকে ধর্ষনের মত সামাজিক ব্যধি দূর করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরে আসে এবং অপরাধীরা অপরাধ করতে সাহস পাবেনা। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন দেশে ধর্ষন, নারী নির্যাত এবং নারীর প্রতি সহিংসতা লজ্জাজনক অবস্থায় পৌছেছে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান উল্লেখ করে কলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এসিড সন্ত্রাস রোধ করতে দূর করতে মৃত্যু দন্ডের বিধান রেখে আইন করেছিলেন। তখন দ্রুত বিচার সম্পন্ন করে বিচারের রায় কার্যকর করায় দেশ থেকে এসিড সন্ত্রাস দূর হয়েছিলো। তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ধর্ষণের সাজা মৃত্যুদন্ড নিশ্চিত করলেই লজ্জাজনক এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে।

করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বৈশি^ক মহামারিকালে হতদরিদ্র মানুষের জীবিকার কথা বিবেচনায় রাখতে হবে। কোন কারনেই যেন খেটে খাওয়া মানুষগুলো পেশা না হারায় সেজন্য সরকারকে সচেতন থাকতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার প্রশ্নে যেনো বাড়াবাড়ি না হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এবং খুলনা বিভাগীয় জাতীয় পার্টি অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যখন বিশ^ব্যাপী করোনা মহামারি চলছে, তখন বাংলাদেশে যোগ হয়েছে ধংসনের মহামারি। প্রকাশ্য দিবালোকে নারী তা সম্মান হারাচ্ছে এটা সত্য সমাজে মেনে নেয়া যায়না। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, দেশের মানুষ শান্তি, স্বস্তি ও নিরাপত্তা চায়। বলেন, শুধু উন্নয়ণ দিয়ে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়না। তিনি উল্লেখ করে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনামলে দেশে খুন, ধর্ষন, চাদাবাজী ও সন্ত্রাস ছিলোনা। তাই দেশের মানুষকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে জাতীয় পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এসময় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যান এর উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম,

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, হোসেন মকবুল আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, মিজানুর রহমান। সম্পাদক মন্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জাকির হোসেন মৃধা, নুরুল হক নুরু, মাহমুদ আলম, দিন ইসলাম শেখ, নাজিম উদ্দিন গেরিলা, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =

Back to top button