ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি প্রার্থী হাজী মোঃ নাসির উদ্দিন
ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন হাজী মোঃ নাসির উদ্দিন সরকার।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় মনোনয়ণ প্রত্যাশিদের সাক্ষাতকার গ্রহন করে হাজী মোঃ নাসির উদ্দিনকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন।
এর আগে বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, এডভোকেট সালামা ইসলাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া এবং খন্দকার দেলোয়ার জালালী জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।