নেপাল করোনামুক্ত ঘোষণা দেওয়া সেই মন্ত্রীই এখন করোনাক্রান্ত
নেপালের পর্যটন মন্ত্রী জোগেশ ভট্টরাই কয়েক মাস আগে পর্যটকদের আকৃষ্ট করতে নিজের দেশকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন। অথচ তিনিই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (১০ অক্টোবর) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
নিজের করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন ভাট্টরাই। খবর কাঠমান্ডু পোস্টের।
প্রতিবেদনে বলা হয়, এই প্রথম নেপালের মন্ত্রিসভার কোনো সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি শনাক্ত হওয়ার আগে গত বৃহস্পতিবারও মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন ভট্টরাই। ফলে ওই বৈঠকে অংশ নেওয়া দেশটির প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরাও এখন করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
তবে নেপালের মন্ত্রিসভার এক সদস্য ওই সংবাদমাধ্যমটিকে জানান, বৈঠকে অংশ নেওয়া সকলেই মাস্ক পরিহিত ছিল এবং একে অন্যের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসেছিল। তাই ভট্টরাই থেকে কেউ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভট্টরাই বলেছিলেন, নেপাল করোনামুক্ত। ওই সময় তিনি সংশ্লিষ্ট সরকারি খাতগুলোকে পর্যটকদের আকৃষ্ট করার আহ্বানও জানান।
তবে নেপালের মন্ত্রিসভার এক সদস্য ওই সংবাদমাধ্যমটিকে জানান, বৈঠকে অংশ নেওয়া সকলেই মাস্ক পরিহিত ছিল এবং একে অন্যের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসেছিল। তাই ভট্টরাই থেকে কেউ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভট্টরাই বলেছিলেন, নেপাল করোনামুক্ত। ওই সময় তিনি সংশ্লিষ্ট সরকারি খাতগুলোকে পর্যটকদের আকৃষ্ট করার আহ্বানও জানান।
গত জানুয়ারি মাসে নেপালে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৬৩৬ জন। আর সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজারের বেশি।
আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক নিউজ – করোনাভাইরাস
Positive News about Covid 19, Positive News about Covid 19