উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি জানিয়েছেন, প্রয়োজনে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলাও হতে পারে।
এ ধরনের ব্যবস্থা নিলে নির্বাচন পরিচালনায় মাঠ প্রশাসনে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি।
এরআগে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুজিবর রহমান এসব দাবি করেন। গত শনিবার অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে ‘ফরিদপুর জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ ও নির্যাতনের বিরুদ্ধে’ এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মুজিবর রহমান বলেন, ‘নির্বাচনের দিন কেন্দ্রের মাঠে দাঁড়িয়ে সিগারেট খাওয়ায় আমাদের এক কর্মীকে গাড়িতে তোলেন ম্যাজিস্ট্রেট। আমি ইউএনওকে ফোন দিয়ে বিষয়টি জানাই। এর বাইরে যে বক্তব্য ছড়ানো হয়েছে, সেগুলো এডিট করা। এগুলোর কোনো ভিত্তি নেই।’ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এসব ছড়াচ্ছেন বলে তিনি দাবি করেন।
চরভদ্রাসনের ইউএনওর সঙ্গে তাঁর ‘মধুর সম্পর্ক’ দাবি করে মুজিবর রহমান বলেন, ‘সংসদীয় আসনের তিন উপজেলার চরভদ্রাসন ও সদরপুরের ইউএনও নারী আর ভাঙ্গার ইউএনও একজন পুরুষ। তাঁদের সঙ্গে ভাই-বোনের মতো সম্পর্ক। তাঁদের সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করছি।’
বৈঠকে উপ-নির্বাচনে দলীয় কর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা বাড়ানো আহবান জানায় বিএনপি।
বিএনপির প্রার্থীর ওপর হামলাসহ সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা।
সর্বশেষ প্রকাশিত আপডেট খবর দেখুনঃ দেশবাংলা – সাক্ষাৎকার দেখুন
Latest Good News, Latest Good News, Latest Good News