ভিপি নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ফেসবুক লাইভে ‘অশালীন মন্তব্য’ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আসামি করে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথী।
আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিথীকে হেয় করে বক্তব্য দেয়ার এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাদী নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিথীকে হেয় করার অভিযোগে করা মামলাটির একমাত্র আসামি নুর।
গত রোববার (১১ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে তাদের বিরুদ্ধে তিন সপ্তাহ আগে করা ধর্ষণ মামলা নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে তিনি ওই ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা।
এর আগে, নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের কয়েক নেতার বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।