সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় কারও নাম উল্লেখ না করে মামলাটি করেন ।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান পাল জানান, রাতে মামলাটি রেকর্ড করার পরপরই তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) রাতে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল ১৫ অক্টোবর সকালে চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। এ ঘটনায় শাহিনুরের চার মাস বয়সী অপর সন্তান বেঁচে আছে।
পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই চারজনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।