Lead Newsধর্ম ও জীবন

ধর্ষণবিরোধী সমাবেশ থেকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি আলেমদের

এবার ধর্ষণবিরোধী সমাবেশ থেকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের জোর দাবি জানিয়েছেন দেশের আলেমসমাজ। রাজধানীতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে সম্মিলিত ইসলামিক দলের ব্যানারে আয়োজিত বিশাল এক সমাবেশ থেকে এ দাবিতে উচ্চকণ্ঠ হন শীর্ষস্থানীয় আলেমবৃন্দ।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমীর ও সম্মিলিত ইসলামিক দলের সমন্বয়ক আল্লামা নূর হোসাইন কাসেমি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকসহ দেশের নেতৃস্থানীয় আলেম ও ধর্মীয় নেতৃবৃন্দ।

আল্লামা নূর হোসাইন কাসেমি বলেন, সরকার যদি দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করতে না পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। সরকার নানাভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর থেকে উত্তরণের জন্য সকল দলের কাছ থেকে পরামর্শ নেয়ার আহ্বান জানান কাসেমি।

জুমার নামাজের পর আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা কাসেমি আরও বলেন, সারাদেশ যেন ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে। যারা এ অপকর্মের সঙ্গে জড়িত, তারা সরকারি দলের বিভিন্ন পদ-পদবি বহন করে। এ সময় ধর্ষণ প্রতিরোধে তিনি সরকারের কাছে ৬ দফা দাবিও তুলে ধরেন।

এছাড়া সমাবেশে স্বনামধন্য আলেমসহ বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =

Back to top button