Lead Newsদেশবাংলা

সন্তানকে নামাজ-কুরআন শিক্ষা দিনঃ আরএমপি কমিশনার

তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সকল মুসলিম পিতামাতাকে তাদের সন্তানদেরকে নামাজ-কুরআন শিক্ষা এবং অন্য ধর্মাবলাম্বীদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ পড়তে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, আজকের সন্তানরা আগামী দিনের বাংলাদেশ। তাদেরকে নৈতিক শিক্ষা দিন। আপনার সন্তান প্রতিদিন সন্ধ্যার পর কোথায় যায় সেটি খোঁজ নিন। কার সঙ্গে মেশে সেটির প্রতি নজর দিন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে, রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী’ বিট কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গত ১০ অক্টোবর রাজশাহীতে কমিশনার হয়ে এসেছি। প্রয়োজন হলে ১০ দিনেই রাজশাহী ছেড়ে চলে যাবো, তবুও কোনো অপরাধীকে ছাড় দেব না। ধর্ষণ, মাদক, কিশোর গ্যাংসহ সকল অপকর্মকারীর মূল উৎপাটন করাই হবে আমার শপথ।’

কমিশনার আরও বলেন, ‘দায়িত্ব নিয়ে কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে অভিযান শুরু করেছি। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেখবেন রাস্তার ধারে কিশোর গ্যাংদের আড্ডা নেই। বখাটেরা ইভটিজিং করতে ভয় পাচ্ছে। এসব অপকর্ম নির্মূলে আমরা আরো কঠোর হবো। আরএমপি এলাকা সম্পূর্ণ সিসি টিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এটির বাস্তবায়ন হবে।’

পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমাবেশে বক্তব্য দেন।

সদ্য প্রকাশিত খবরঃ বিচিত্র সব নিউজ ঘুরে আসুন কর্পোরেট দুনিয়ায়

Good News Site, Good News Site

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Back to top button