এক হাসপাতালে জন্ম নিল ১২ জোড়া জমজ শিশু!
Current News:
যুক্তরাষ্টের একটি হাসপাতালে এক সপ্তাহে মোট ১২ জোড়া জমজ শিশু জন্ম নিয়েছে। দেশটির কানসাস শহরের সেইন্ট লুকস হসপিটালে এ ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনোদিনই একই সময়ে হাসপাতালটিতে এত জমজ শিশুর জন্ম হয়নি।
ওই ১২ যমজের সবাই নির্ধারিত দিনের চেয়ে পাঁচ থেকে ১৪ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুদের পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যে বাস করেন, সূত্র সিএনএন।
হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস বলেন, আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত জমজ কখনো দেখিনি।
এছাড়া নার্স কায়লা অ্যান্ডারসন বলেন, আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া জমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে। তবে ক্রিসমাসের (২৫ ডিসেম্বর) আগেই সন্তানদের ঘরে নিয়ে ফিরতে চাইছেন নতুন মা হওয়া আমান্ডা টল্লিফার।
এদিকে এক জমজের মা জেনা ও বাবা টেইলর হাসপাতালটির প্রশংসা করে বলেন, সেইন্ট লুকস হসপিটালের সবাই খুব ভালো। তাদের পরিবেশ চমৎকার।
নবজাতকদের ছবি তোলার বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ফেসেস ইউ লাভ’-এর আলোকচিত্রী হেলেন র্যানসম ওই ছবিগুলো তুলেছেন। এরই মধ্যে তাদের ছবিগুলো যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সেইন্ট লুকস হসপিটাল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনোদিনই একই সময়ে এত জমজ শিশুর জন্ম হয়নি। নবজাতকদের ছবি তোলার বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ফেসেস ইউ লাভ’-এর আলোকচিত্রী হেলেন র্যানসম তাদের ছবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে।
হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত জমজ কখনও দেখিনি।’
আরও জানুনঃ নিত্য নতুন সব বৈচিত্র্যময় খবর জানতে, জমজ শিশু কেন হয়
Tag: Current News, Current Bangla News