খুব শিগগিরই নতুন খবর দিব: বিয়ে নিয়ে অপু
Bangla Showbiz News:
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি স্টেজ শো আর কর্পোরেট অনুষ্ঠানে দেখা যায় তাকে। অপু বিশ্বাস ভালোবেসে ঘর সংসার সাজিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। সেই সংসার ভেঙে গেছে। এরপর অপুর নতুন করে বিয়ে বা প্রেম নিয়ে মুখরোচক খবর ছড়িয়েছে বিভিন্ন সময়। যা গুজবেই পরিণত হয়েছে। এবার নতুন খবর দিবেন বলে জানান নায়িকা নিজেই।
তাহলে কি বিয়ের খবর দিতে চলছেন ঢালিউড কুইন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, বিষয়টি এমন কিছু নয়। তবে খুব শিগগিরই নতুন খবর দিবো। আশা করছি, তখন সবাইকে পাশে পাব। তবে, এ খবর জানতে কয়েকদিন অপেক্ষা করতে হবে, সূত্র ডেইলি বাংলাদেশ।
ঢালিউডের বাজারে দীর্ঘদিন জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন অপু বিশ্বাস। অনেকের ধারণা ছিল বিয়ে ও সন্তানের ঘোষণা দেয়ার পর আর হয়তো দর্শক অপুকে বড় পর্দায় দেখবেন না। বিষয়টি একেবারেই ভুল।
গতকাল অপু বিশ্বাস বলেন, কয়েকদিন ধরেই আমি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি। তবে বিষয়টি অন্য রকম। আমার সঙ্গে অপূর্ব রানাসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে নতুন ছবির বিষয়ে কথা হচ্ছে।
অপু বিশ্বাস সবশেষ অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।
এর বাইরে কলকাতার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি।
আরও জানুনঃ বিনোদন, অপু শাকিবের নতুন ইস্যু
Tag: Bangla Showbiz News