মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য নোয়াখালীর ভাসানচরে স্থায়ী আবাসন প্রকল্প নির্মাণ করেছে সরকার। কিন্তু সেখানে তাদের না পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে চাপ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর জন্য ইউএনএইচসিআর-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে চাপ রয়েছে। তবে সরকার মনে করে, রোহিঙ্গারা সেখানে গেলে আরো ভালো থাকবেন।
রোহিঙ্গারা রাখাইনে যেভাবে জীবিকা নির্বাহ করতেন, ভাসানচরে গেলে একইভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ভাসানচরে বাঁধ দেয়া হয়েছে, সেখানে এখন কোনো পানি উঠে না। ফলে সেখানে গেলে তাদের কোনো সমস্যা হবে না এবং জায়গাটা অনেক সুন্দর।
সম্প্রতি মিয়ানমার সরকার বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও ওয়েবাসাইট বন্ধ করে দিয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের সরকারের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে বাংলাদেশ সরকার খোলামেলা। আমরা মিয়ানমারের কোনো ওয়েবসাইট বন্ধ করিনি।