শোবিজ

বাজারে আসছে নায়লা নাঈমের আত্মজীবনী বই

Bangla Latest Showbiz News:

একজন মডেল হিসেবে বেশ পরিচিতি পান নায়লা নাঈম। মূলত সোশ্যাল মিডিয়াতে খোলামেলাভাবে ছবি প্রকাশ করেই সবার নজর কাড়েন নায়লা।

চিকিৎসক ও মডেল নায়লা নাঈম। তার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এরপর সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। নতুন খবর হচ্ছে, বই আকারে তার জীবনী প্রকাশ হতে যাচ্ছে।

জানা গেছে, ২০২০ সালের বইমেলায় আসছে নায়লা নাঈমের জীবনী। এই মডেলের ঘটনাবহুল কর্ম ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এই বই। লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির বইটি লিখছেন। এরই মধ্যে নামও ঠিক হয়েছে, ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ১’।

নায়লা নাঈমের অনুমতি নিয়ে তার রেকর্ডকৃত বক্ত্যবের ভিত্তিতে লেখা হয়েছে নায়লা নাঈমের জিবনীভিত্তিক বইটি। সব কিছু ঠিক থাকলে ২০২০ সালের বই মেলায় গ্রন্থিক প্রকাশন প্রকাশ করবে, সূত্র ডেইলি বাংলাদেশ।

ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে আগ্রহী ছিলেন নায়লা। ডেন্টাল কলেজে পড়ার সময় নিজের মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ইচ্ছে প্রবল হয়। তার শুরুটা এভাবেই!

মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সিনেমার আইটেম গান থেকে শুরু করে নাটক, বিজ্ঞাপনচিত্রের মডেলিং ও ওয়েব সিরিজে পেয়েছেন জনপ্রিয়তা। ২০১৪ সালে গুগল সার্চ ইঞ্জিনে বাংলাদেশে সবচেয়ে বেশি খোঁজা হয়েছিল তাঁকে। বইমেলায় এবার এই তারকার জীবনী প্রকাশ হতে যাচ্ছে। নায়লার অনেক না বলা কথা ও অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে এটি। উঠে এসেছে তাঁর ব্যক্তি ও মিডিয়া জীবনের নানা অধ্যায়।

নায়লা বলেন, ‘আমার বিশ্বাস, ভক্তরা বইটি সংগ্রহে রাখবেন। কারণ আমাকে পুরোপুরি জানতে হলে বইটি পড়তে হবে।’

 

 

আরও জানুন:  তারকাদের শোবিজ নিউজ    নায়লা নাঈম -ক্রিকেটার সাব্বির 

Tag: Bangla Latest Showbiz News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =

Back to top button