এবার করোনায় আক্রান্ত হলো মাশরাফির দুই সন্তান
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার ছেলে সাহেল মোর্ত্তজা ও মেয়ে হুমায়রা মোর্ত্তজা দুজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফি নিজেই তার দুই সন্তানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
করোনা আক্রান্ত ছেলে-মেয়ে দুজনকে নিয়ে মাশরাফির পরিবার ঢাকার বাসায় অবস্থান করছেন। এখানেই তাদের চিকিৎসা চলছে।
মাশরাফিও গত জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তার স্ত্রী, ছোটভাই, বাবা-মা ও শাশুড়িও এই ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।
সাবেক এই অধিনায়ক যখন করোনা আক্রান্ত হন তখন তার দুই সন্তানকে নড়াইলে দাদা-দাদীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
মাশরাফির পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। তখন দুজনেরই পজিটিভ আসে। তবে আশার খবর হলো, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়ারা-সাহেল।