নোয়াখালীর চাটখিল উপজেলায় বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মুজিবুর রহমান শরীফ (৩২) নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের নেতা।
আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় ইয়াছিন হাজীর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, দুপুরে নোয়াখলা ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী শরীফের বিরুদ্ধে ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ওই নারী মামলার এজাহারে উল্লেখ করেন, বুধবার ভোর ৫টার দিকে একই বাড়ির চাচাতো ভাসুরের ছেলে মুজিবুর রহমান শরীফ দরজা ভেঙ্গে কৌশলে তার ঘরে প্রবেশ করে। এরপর হাতে থাকা ছোরার ভয় দেখিয়ে এবং তাকে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে করে। এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে সকাল সাড়ে ৫টার দিকে চলে যায় শরীফ।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া জানান, গ্রেপ্তার শরীফকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাদীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ধারণ করা ছবি ও ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত, বুধবার ভোরে কৌশলে প্রবাসীর স্ত্রীর ঘরে ডুকে তার দুই সন্তানকে অন্য কক্ষে আটকে রেখে ছোরা দিয়ে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে শরীফ।
ধর্ষণ শেষে ওই গৃহবধূর বিবস্ত্র ছবি, ভিডিও ধারণ ও মোবাইল নাম্বার নিয়ে বিষয়টি কাউকে জানালে বংশের সবাইকে হত্যার হুমকি দিয়ে যায় শরীফ। দুপুরের দিকে এ ঘটনায় গৃহবধূ চাটখিল থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষনাৎ অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করে।
আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক – জাতীয় নিউজ
Positive News Channel, Positive News Channel