Lead Newsরাজনীতি

বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: জাপা চেয়ারম্যান

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পেঁয়াজ-আলুসহ সবজির বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, বাজার এখন সরকারে নিয়ন্ত্রণে নেই, এটা অন্য একটি পক্ষের হাতে চলে গেছে। তারা সংঘবদ্ধ হয়ে ইচ্ছেমতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে এবং মুনাফা করে তাদের পকেট ভারী করছে। সরকারের উচিত জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসা।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রংপুরে জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছি, সরকারকে কঠোর হাতে এটা দমন করতে হবে।’

জানা যায়, জি এম কাদের পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন। এর মধ্যে দুদিন রংপুরে অবস্থান করবেন এবং তিনদিন তার নির্বাচনি এলাকা লালমনিরহাটে অবস্থান করে পূজামণ্ডপ পরিদর্শনসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।’

রংপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীর রেজাল্ট শিট পরিবর্তন করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা আইনগতভাবে এর প্রতিকার চাইবো।

দলীয় সূত্রে জানা গেছে, জি এম কাদের পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন। এর মধ্যে দুদিন রংপুরে অবস্থান করবেন এবং তিনদিন তার নির্বাচনি এলাকা লালমনিরহাটে অবস্থান করে পূজামণ্ডপ পরিদর্শনসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।’

সদ্য প্রকাশিত খবর দেখুনঃ কর্পোরেট নিউজমজাদার সব রান্নার টিপস

Positive News India, Positive News India

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + four =

Back to top button