Lead Newsজাতীয়

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

খোরাকি ভাতা ও বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে তিন দিন ধরে চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নৌযান শ্রমিক মালিকদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এর বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

বৈঠকে নৌ শ্রমিক দের খাদ্য ভাতা (খোরপোশ) বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। ছোট জাহাজগুলোর জন্য ১০০০ টাকা, ১ হাজার থেকে দেড় হাজার টনের জাহাজের জন্য ১২০০ টাকা ও তার চেয়ে বড় নৌ যানের জন্য দেড় হাজার টাকা খাদ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। এর ফলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিকরা।

এক হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজের শ্রমিকরা মাসে এক হাজার টাকা খোরাকি ভাতা পাবেন। এক হাজার এক টন থেকে এক হাজার ৫০০ টন পর্যন্ত জাহাজের শ্রমিকরা এক হাজার ২০০ টাকা ও এক হাজার ৫০১ টন থেকে এর ঊর্ধ্বের ধারণক্ষমতার জাহাজের শ্রমিকরা এক হাজার ৫০০ টাকা হারে খোরাকি পাবেন।

চলতি অক্টোবর মাস থেকেই এ ভাতা কার্যকর হবে। সভায় যাত্রীবাহী লঞ্চের শ্রমিকদের খোরাকি ভাতা দেয়ার সিদ্ধান্ত হলেও টাকার পরিমাণ নির্ধারণ হয়নি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে লঞ্চ শ্রমিকদের ভাতা নির্ধারণ করবেন। 

খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে পণ্যবাহী নৌযান ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরসহ অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে স্থবিরতা দেখা দেয়।

শিল্প-কারখানার পণ্য পরিবহনে চরম বিঘ্ন ঘটে। ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবারও বেলা সাড়ে ১১টার দিকে কার্গো জাহাজসহ কয়েকটি মালিক সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহার করলে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তারা খোরাকি ভাতা দেয়ার বিষয়ে সম্মত হন। 

এর আগে দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শ্রমিকদের খোরাকি ভাতা ন্যায্য মন্তব্য করে এদিনই ধর্মঘট সমস্যা সমাধানের ইঙ্গিত দেন। ওই সময় তিনি বলেন, নৌশ্রমিকদের দাবিগুলোর মধ্যে মূল দাবি খোরাকি ভাতা। এটা অবশ্যই তাদের ন্যায্য দাবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

আর, শৃঙ্খলা বজায় রেখে সকল নৌ শ্রমিকদের এখন থেকে কাজ শুরু করতে আহ্বান জানান শ্রমিক নেতারা।

আরও খবর পেতে দেখুনঃ লাইফ স্টাইল নিউজকর্পোরেট নিউজ

Good News Near Me, Good News Near Me

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 12 =

Back to top button