ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে নয়া দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চিকিৎসকরা জানিয়েছেন, কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত এবং সুস্থ আছেন।
লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। টুইটে তিনি লেখেন, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতা কামনা করেছেন সমর্থকরা।
১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ‘হরিয়ানা হ্যারিকেন’ খ্যাত কপিল দেবের। বর্নাঢ্য ক্যারিয়ারে ১৩১টি টেস্টে ৪৩৪টি উইকেট নিয়েছেন কপিল। ২২৫টি ওয়ানডে ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ২৫৩টি। টেস্টে এ অলরাউন্ডার করেছেন ৫ হাজার ২৫৮ রান। ওয়ানডেতে তার রানের সংখ্যা ৩ হাজার ৭৮৩ রান।
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বেই বিশ্বকাপ জয় করে ভারত। সেই বিশ্বকাপে ১৭৫ রানের চমৎকার একটি ইনিংসও খেলেছিলেন কপিল।